স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক কোর্স ইনস্টিটিউট (সিপিটিআই)

ধারারগাঁও, সুনামগঞ্জ-৩০০০। (নবী নগর সংলগ্ন)
দেশের এক প্রত্যন্ত এবং প্রান্তিক এলাকা হিসেবে চিỊিত হাওর এলাকা। সুনামগঞ্জ হচ্ছে তার অন্যতম। জেলার প্রায় সব উপজেলা ছোট বড় হাওর দ্বারা বেষ্টিত এর মধ্যে টাংগুয়ার,শনির,মাটিয়ান,দেখার, খরচার এবং নলুয়া হাওর উল্লেখযোগ্য। বর্ষাকালে এই জেলার প্রায় ৭০% এলাকা স্থানভেদে ১০-১৫ ফুট পানির নীচে চলে যায়। ফলে এই সময়ে অত্র এলাকার জনগণের বিপদাপন্নতা বৃদ্ধি পায়। তাছাড়া বর্ষাকালে এই হাওর এলাকার অধিকাংশ গ্রাম, গঞ্জ এবং বাজার উপজেলা শহরের সাথে বিছিন্ন হয়ে পড়ে। ফলে অত্র এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে অশ্চিয়তা দেখা দেয়। এমতাবস্থায় হাওর এলাকায় গ্রাম, গঞ্জ এবং বাজারে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসবিøউএফ) ০১ এপ্রিল ২০১২ তারিখে সুনামগঞ্জ পৌরসভার অদুরে নবীনগর সংলগ্ন ধারারগাঁওে কমিউনিটি প্যারামেডিক কোর্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। যার প্রধান উদ্দেশ্য হলো হাওরের প্রত্যন্ত এলাকার বেকার যুবক যুবতীরা যেন এই কোর্স সম্পন্ন করে নিজ নিজ এলাকায় দারিদ্র অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে। স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক কোর্স ইনস্টিটিউট (সিপিটিআই) সুনামগঞ্জ জেলায় একমাত্র কমিউনিটি প্যারামেডিক কোর্স ইনস্টিটিউট এবং ্এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত। যার নিবন্ধন নং: ইঘঈ/২০১৩/৪৫১.

কমিউনিটি প্যারামেডিক কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

আপনি যদি ন্যূনতম এসএসসি/সমমান পাশ হন এবং আপনি যদি দক্ষ কমিউনিটি প্যারামেডিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। তাহলে সুনামগঞ্জ জেলায় একমাত্র কমিউনিটি প্যারামেডিক প্রতিষ্ঠান স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক কোর্স ইনস্টিটিউট-এ আপনাকে স্বাগতম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

আমাদের ইন্সটিটিউটের বৈশিষ্ট্য সমূহ
  • নিজস্ব ক্যাম্পাসে এমবিবিএস ডাক্তার ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠ দান।
  • ৪টি সেমিস্টার পরীক্ষার মাধ্যমে পাঠ দান।
  • নিজস্ব ও ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ।
  • মাল্টি মিডিয়া ও ক্লাস টেস্টের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা।
  • বিদেশে চাকুরীর জন্য বেসিক ইংরেজী শিক্ষার ব্যবস্থা।

এই কোর্স কেন পড়বেন?
১. সফল কোর্স শেষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল হতে সনদ পত্র ও প্রাইভেট প্র্যাক্টিসের জন্য রেজিস্ট্রেশন প্রাপ্তি।
২. মানব সেবার সুযোগ, সামাজিক মর্যাদা, সম্মানজনক পেশা।
কর্ম-সংস্থানের সুযোগ
১. দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য সেবা প্রদানকারী হিসেবে দেশে-বিদেশে চাকুরিতে অগ্রাধিকার থাকতে পারে।
২. বিভিন্ন রোগ প্রতিকার ও প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ।
৩. নিজ উদ্যোগে চেম্বার স্থাপন করে আত্মকর্মসংস্থানের সুযোগ।
আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদনকারীর সা¤প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি।
২. এসএসসি/এইচএসসি’র সনদ পত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
৩. জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি/নাগরিকত্বের সনদ পত্র
২ বছরে মোট ফি :
ক্র/ বিবরণ মাসিক ফি মাস সংখ্যা মোট খরচ
টিউশন ফি (মাসিক) ,০০০ ২৪ মাস ৪৮,০০০
সেমিস্টার/সেশনফি ,৬০০ ৪বার ১৪,৪০০
  মোট     ৬২,৪০০

 

ভর্তির সময় নি¤েœাক্ত ফি প্রদান করতে হবে

ক্র/ বিবরণ পরিমাণ
ভর্তি ফি ,৬০০
রেজি: ফি ,০০০
বই/মডিউল ,৫০০
এ্যাপ্রন ফি ,০০০
আইডিকার্ড ৩০০
লাইব্রেরী ফি ২০০
বার্ষিক ফি ,০০০
ল্যাব ফি ৫০০
উন্নয়ন ফি ৫০০
১০ জুলাই মাসের সেশন ফি .০০০
  ১৫,৬০০

মোট প্যাকেজ ফি বাবদ (৬২,৪০০+১৩,৬০০)= ৭৬,০০০ (ছিয়াত্তর হাজার) টাকা মাত্র

আসন সংখ্যা সীমিত। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।
আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন

ক্লাশ শুরু: প্রতি বছর জুলাই মাস থেকে

ভর্তি ও প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন:
স্যানক্রেড কমিউনিটি হেল্থ সার্ভিস সেন্টার এন্ড হসপিটাল
নবীনগর সংলগ্ন ধারারগাঁও, সুনামগঞ্জ, বাংলাদেশ।
মোবাইল : ০১৯২৫০৮৪১৪৭, ০১৯৯০৪০৩২৯৪
ই-মেইল : ংভি.যড়ংঢ়রঃধষপঢ়ঃর@মসধরষ.পড়স